বন্ড লাইসেন্সধারী প্রতিষ্ঠানের মধ্যে যন্ত্রপাতি হস্তান্তর সহজ করল এনবিআর
বন্ড লাইসেন্স সুবিধার আওতায় আনা যন্ত্রপাতি লাইসেন্সধারী প্রতিষ্ঠানের মধ্যে হস্তান্তর প্রক্রিয়া সহজ করেছে ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর)। এখন থেকে এ ধরনের প্রতিষ্ঠানের মধ্যে যন্ত্রপাতি হস্তান্তরে বাড়তি শুল্ক-কর পরিশোধ করা লাগবে না।
মঙ্গলবার (৫ নভেম্বর) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে এনবিআর।
উল্লেখ্য, বন্ড লাইসেন্সের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো রিবেট রেটে মেশিনারি ও ইক্যুইপমেন্ট আমদানির সুযোগ পায়। তবে যে প্রতিষ্ঠানের নামে এসব যন্ত্রপাতি আমদানি করা হতো, শুধু তারাই এই সুবিধা পেতেন। কোনো কারণে প্রয়োজন হলে অন্য প্রতিষ্ঠানের কাছে তা হস্তান্তর বা বিক্রি করতে হলে প্রযোজ্য শুল্ককর পরিশোধ করতে হয়।
এমনকি বন্ডেড লাইসেন্সধারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করতে হলেও এই নিয়ম প্রযোজ্য হতো।
নতুন আদেশে বন্ড লাইসেন্সধারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের ক্ষেত্রে এই বাধা তুলে দেওয়া হলো।