আওয়ামী লীগ নেতা আমুর আইনজীবীকে মারধর, বের করে দেওয়া হলো আদালত প্রাঙ্গণ থেকে
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর রিমান্ড আবেদন শুনানির সময় তার আইনজীবী স্বপন রায় চৌধুরীকে মারধর করেন অন্যান্য আইনজীবীরা। পরে তাকে আদালত প্রাঙ্গণ থেকে বের করে দেওয়া হয়। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
আমুকে গতকাল বুধবার (৬ নভেম্বর) ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে একাধিক মামলায় অভিযুক্ত করা হয়েছে।
পুলিশ আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে। এদিকে, অভিযুক্তের আইনজীবী মামলায় জামিন আবেদন করেন।
তবে জামিন আবেদন নাকচ করে দিয়ে ঢাকা মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট শাহীন রেজা আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানির সময়, ঢাকা মেট্রোপলিটন সেশন কোর্টের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, আমু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন সহযোগী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ মানুষদের গুলি করে হত্যা করা হয়েছে। অভিযুক্ত এসব হত্যার পরিকল্পনা ও ষড়যন্ত্রে জড়িত ছিলেন। ঘটনার রহস্য উন্মোচনের জন্য তাকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
অন্যদিকে, আসামি রিমান্ড আবেদন বাতিলের জন্য আপিল করেন এবং জামিনের আবেদন করেন। যখন আমুর আইনজীবী স্বপন রায় চৌধুরী আদালতে কথা বলা শুরু করেন, তখন কিছু আইনজীবী তাকে মারধর করে এবং আদালত প্রাঙ্গণ থেকে বের করে দেয়।
পরবর্তীতে, আমু নিজেই আদালতে কথা বলেন। তিনি বলেন, তার আইনজীবী যখন কথা বলছিলেন তখন যে পরিবেশ তৈরি হয়েছে, তাতে তিনি কথা বলতে চান না।
তিনি আরও বলেন, "আইনজীবীরা ভাই। যখন পরিবেশ ঠিক হবে, তখন আমরা অবশ্যই কথা বলব।"
আমুর আইনজীবী স্বপন রায় চৌধুরী বলেন, শুনানির সময় তিনি কিছু বলার চেষ্টা করলে, একদল আইনজীবী তাকে মারধর করে। তারা তাকে মারধর করে আদালত প্রাঙ্গণ থেকে বের করে দেয়।
আমু তিনবার ঝালকাঠি-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।