কক্সবাজারে গভীর রাতের সভা থেকে ‘আওয়ামী লীগ সমর্থিত’ ১৯ ইউপি সদস্য আটক
কক্সবাজারের একটি হোটেলে গভীর রাতে অনুষ্ঠিত একটি সভা থেকে ১৯ জন 'আওয়ামী লীগ সমর্থিত' ইউনিয়ন পরিষদ সদস্যকে আটক করেছে পুলিশ।
আজ (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনের ইউনি রিসোর্টের ৫ম তলার বলরুমে অনুষ্ঠিত একটি সভা থেকে তাদের আটক করা হয়।
সভায় ১০০ জনেরও বেশি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সদস্য উপস্থিত ছিলেন। তারা রাষ্ট্র সংস্কারে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে একটি আলোচনা সভায় অংশ নিয়েছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, "বিএনপি নেতা এবং পালংখালী ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সভা থেকে আওয়ামী লীগ সমর্থিত ইউনিয়ন পরিষদ সদস্যদের আটক করা হয়েছে।"
তিনি আরও বলেন, "পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা ইউনি রিসোর্টে একটি গোপন সভা আয়োজন করেছিল। প্রশাসন থেকে সভার জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি।"
ফয়জুল আজিম বলেন, "যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে।"
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সদস্য জাহির আহমেদ, যিনি আটক ছিলেন, বলেন, "আমরা প্রায় ৭০ জন মিলে এই সভায় উপস্থিত ছিলাম। আমরা আলোচনা করছিলাম, কীভাবে দেশের সংকটময় সময়ে আমরা সাহায্য করতে পারি। হঠাৎ পুলিশ সভায় ঢুকে আমাদের আটক করে।"
তিনি আরো বলেন, "যদি এটি একটি গোপন বৈঠক হত, তবে আমরা এমন বড় এবং জনসমাগমপূর্ণ জায়গায় সভা করতাম না। আমরা হয়রানির শিকার হয়েছি।"
মহেশখালী উপজেলার ইউপি সদস্য সেলিম, যিনি পরে মুক্তি পেয়েছেন, পুলিশি তল্লাশির নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, "শুক্রবার আমাদের সদস্যদের একটি আলোচনা সভা হয়েছিল। সেখানে সব রাজনৈতিক দলের লোক উপস্থিত ছিলেন। যেভাবে আমাদের ভাইদের আটক করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই।"