জিরো পয়েন্টে নূর হোসেনের পরিবারের শ্রদ্ধা নিবেদন, আ.লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ
জেনারেল এইচএম এরশাদের তৎকালীন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দিয়ে পুলিশের গুলিতে নিহত আওয়ামী যুবলীগ নেতা নূর হোসেনের পরিবার তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (১০ নভেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ করেছে।
'দুঃশাসনের' প্রতিবাদে এবং 'নূর হোসেন দিবস' পালনের অংশ হিসেবে আজ আওয়ামী লীগ জিরো পয়েন্টে সমাবেশ ডেকেছে। ১৯৮৭ সালের ১০ নভেম্বর নূর হোসেনকে এ জায়গায় হত্যা করা হয়েছিল।
এ কর্মসূচি ঠেকাতে আজ সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন অনেকে। তারা নিজেদের যুবদলের নেতাকর্মী বলে পরিচয় দেন।
সকাল থেকে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের টহল দেখা গেছে।
গতকাল (৯ নভেম্বর) রাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ কর্মসূচির ঘোষণা দেওয়ার পর থেকে জিরো পয়েন্ট ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার মোহাম্মদ ফারাবী বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইউনিফর্ম ও সাদা পোশাকধারী পুলিশ এলাকায় মোতায়েন করা হয়েছে।
এর আগে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে কর্মীদের ১০ নভেম্বর গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে এসে প্রতিবাদ কর্মসূচি পালনের আহ্বান জানায়।
অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আজ (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টে জনসমাবেশের আহ্বান জানিয়েছেন।
তারা নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদেরও আজ সকাল ১১টায় এনএসইউর ৮ নম্বর গেটে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে।
সকাল থেকেই এসব এলাকায় শিক্ষার্থীদের জড়ো হতে দেখা গেছে।
এর আগে গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, ১০ নভেম্বর ঢাকা মহানগরীতে আওয়ামী লীগকে (আ.লীগ) বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেওয়া হবে না।
পরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, গণহত্যার সঙ্গে জড়িত সংগঠন কোনো রাজনৈতিক কর্মসূচি পালনের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।
ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের পর ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর আজ নগরীতে আওয়ামী লীগ (আ.লীগ) কর্তৃক প্রথমবারের মতো বিক্ষোভের ডাক দেওয়ার প্রেক্ষাপটে গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।