যৌথবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপ: চট্টগ্রামে গ্রেপ্তার যুবলীগ নেতা
চট্টগ্রামের হাজারী গলিতে যৌথবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মহানগর যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম সুমন চৌধুরী।
গতকাল সোমবার রাতে নগরীর লাভলেন এলাকা থেকে কোতোয়ালী থানা পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হন। তিনি মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের বলেন, হাজারী গলিতে যৌথবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের ইন্ধনদাতা সুমন চৌধুরীকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় করা মামলারও এজাহারভুক্ত আসামি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, গত ৫ নভেম্বর ইসকনের বর্তমান কার্যক্রমের সমালোচনা করে মো. ওসমান নামের এক দোকানদার ফেসবুকে পোস্ট দেন। এ ঘটনাকে কেন্দ্র করে নগরের হাজারী গলিতে অন্তত ৬০০ জন ইসকন সমর্থক ও সনাতন ধর্মাবলম্বী দোকানিকে হত্যার উদ্দেশে তার দোকানে হামলা করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনী ঘটনাস্থলে গেলে কিছু বিক্ষুব্ধ ইসকন সমর্থক ও সনাতন ধর্মাবলম্বী যৌথবাহিনীর ওপর হামলা করে। এ সময় দুষ্কৃতকারীরা যৌথবাহিনীর সদস্যদের ওপর ইট-পাটকেল ও অ্যাসিড ছোড়ে।