সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভায় দুপক্ষের সংঘর্ষ, আহত ৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত সুনামগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভায় দুপক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা অ্যাকাডেমির হাছন রাজা মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটির পরিচিতি সভা শুরু হয়।
সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা শিল্পকলা অ্যাকাডেমিতে আসতে শুরু করেন। সাড়ে ১১টায় নবগঠিত কমিটিতে বঞ্চিত দাবি করে একটি পক্ষ শিল্পকলায় প্রবেশ করলে অপর পক্ষ বাধা দেয়। এসময় দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের ছয়জন আহত হন।
উভয়পক্ষই একে-অপরের বিরুদ্ধে দেশিয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ করেছেন।
জানতে চাইলে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, ছাত্রদের কর্মসূচিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়। দু'পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত নিয়ন্ত্রণে এনেছে।