জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিয়ালের আক্রমণে আহত ৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একটি শিয়ালের আক্রমণে অন্তত ৩ জন আহত হয়েছেন।
রোববার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকা থেকে প্রান্তিক এলাকায় এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের তথ্যমতে এ পর্যন্ত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার, আনসার সদস্য অজয় হাওলাদার ও টারজানের দোকানদার জব্বার৷
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক ডা. আনিসুর রহমান জানান, এ পর্যন্ত তিনজন আক্রান্ত পাওয়া গেছে। আহতদেরকে টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দোকানদার জব্বারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আহত আনসার সদস্য অজয় হাওলাদার বলেন, 'রাত ১০টার দিকে প্রান্তিক কমিউনিটি মসজিদের পাশে আমরা তিনজন ডিউটিতে ছিলাম। এ সময়ে একটি শিয়াল এসে হঠাৎ আমার গোড়ালিতে বুটের ওপর দিয়ে কামড়ে ধরে। শিয়ালের কামড়ে আমার পায়ে ছোট একটি ক্ষত হয়েছে। আমি আপাতত বাইরে থেকেই টিকা নিয়ে এসেছি।'