মধ্যরাতে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ১
চট্টগ্রামের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ে রোববার (১৭ নভেম্বর) মধ্যরাতে একটি ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।
১৫-২০ জনের একটি দল প্রবর্তক মোড় থেকে মিছিলটি বের করে– 'আমারা কারা- শেখ হাসিনা', 'তোমরা কারা- শেখ হাসিনা'– স্লোগান দিতে দিতে বদনা শাহর মাজার পর্যন্ত গিয়ে চলে যায়। মিছিলের ৩৩ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান মিছিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, "১৫-২০ জনের একটি দল ১২টা ৪০ মিনিটের দিকে প্রবর্তক মোড় থেকে একটি মিছিল বের করে মাত্র দুই মিনিটের মধ্যেই বদনা শাহর মাজার পর্যন্ত গিয়ে চলে যায়।"
তিনি বলেন, "এ ঘটনায় অভিযান চালিয়ে ভোর ৪টার দিকে মিছিলে অংশ নেওয়া একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান অব্যাহত আছে।"
এর আগে, গত ১৮ অক্টোবর মধ্যরাতে নগরীর কোতোয়ালী থানার জামাল খান এলাকায় একটি মিছিল বের করেছিল ছাত্রলীগ। ওই ঘটনায় সে রাতেই ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।