আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, উপদেষ্টা, বিচারকসহ ১৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে
আওয়ামী লীগ সরকারের আট সাবেক মন্ত্রীসহ একজন প্রতিমন্ত্রী, দুই উপদেষ্টা, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি এবং একজন সাবেক স্বরাষ্ট্র সচিবসহ ১৩ জনকে আজ (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) হাজির করা হয়েছে।
গণঅভ্যুত্থানের সময় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গত ১৭ অক্টোবর এ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, তদন্তের অগ্রগতি জানতে গ্রেপ্তারকৃতদের আজ আদালতে হাজির করা হয়েছে। আদালতে হাজির করা হয়েছেন- আনিসুল হক, ফারুক খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, তৌফিক এলাহী, দিপু মনি, সালমান এফ রহমান, ড. আবদুর রাজ্জাক, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম।
এছাড়া আব্দুর রাজ্জাককেও হাজির করার কথা ছিল কিন্তু ইতিমধ্যে রিমান্ডে থাকায় তাকে আজ আদালতে হাজির করা হয়নি।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের সভাপতিত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজকের শুনানিতে আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দিয়ে এক আদেশ দেন। ট্রাইব্যুনালে আরও আছেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মহিতুল হক এনাম চৌধুরী।
এ মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করছেন প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম।