রিকশার ধাক্কায় ছাত্রীর মৃত্যু: ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারি-চালিত রিকশার ধাক্কায় শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় ৮ দফা দাবিতে 'জাহাঙ্গীরনগর ব্লকেড' কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের (৫৩তম ব্যাচ) শিক্ষার্থীরা।
আজ বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে সেখানে অবস্থান নেন তারা।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশাপাশি প্রান্তিক গেটেও শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দিয়েছেন। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলো থেকে কোনো যানবাহন ক্যাম্পাসের ভেতরে ঢুকতে এবং ক্যাম্পাস থেকে বের হতে দেওয়া হচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দায়িত্বরত গার্ড রবিউল ইসলাম বলেন, "সকাল ৬টার দিকে শিক্ষার্থীরা এসে অবস্থান নেন। সাড়ে ৬টার দিকে গেটে তালা দেওয়া হয়। সকাল থেকেই আমরা কোনো যানবাহন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকতে দেইনি।"
ইতিহাস বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী উম্মে মারজান বলেন, "ডেইরি গেটে সকাল থেকে আমরা ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা 'জাহাঙ্গীরনগর ব্লকেড' কর্মসূচি পালন করছি। বাইরে থেকে মোটর চালিত কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভেতরেও মোটরচালিত কোনো গাড়ি আজ চলছে না। দুপুরে জানাজা হবে। অন্তত সে পর্যন্ত কর্মসূচি চলবে।"
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে— আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই 'কাঠামোগত হত্যাকাণ্ডের' যথাযথ বিচার করতে হবে; বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, ফুটপাথ, রোডসাইন ও স্পিড ব্রেকার বসাতে হবে এবং যানবাহন স্পিডোমিটার বাস্তবায়ন করতে হবে; নিহতের পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে; বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের জরুরি সেবার মানোন্নায়ন করতে হবে; রেজিস্ট্রেশনবিহীন সকল যানবাহন ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে; সকল রিকশাচালকদের প্রশিক্ষণমূলক রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে; এস্টেট অফিসের পরিচালকসহ (ডেপুটি রেজিস্ট্রার এস্টেট শাখা) সকল অদক্ষ নিরাপত্তাকর্মীদের প্রত্যাহার করতে হবে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা স্থাপন ও সচল করতে হবে।
এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ে ব্যাটারি-চালিত রিকশার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এস্টেট অফিসের প্রধানসহ ৪ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অনুমোদনহীন বেপরোয়া অটোরিকশা চলাচলের ক্ষেত্রে দায়িত্বে অবহেলার অভিযোগে এস্টেট অফিসের প্রধান ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান বাবুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে, দায়িত্বে অবহেলার অভিযোগে নিরাপত্তা কর্মকর্তা মো. রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার আব্দুস সালাম ও সিকিউরিটি গার্ড মনসুর রহমান প্রামাণিককে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন।
এছাড়া, ঘাতক রিকশাচালককেও সিসিটিভি ক্যামেরা দেখে শনাক্ত করে হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ। অনতিবিলম্বে ক্যাম্পাসে ব্যাটারি-চালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।