১১৮ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলে নোয়াবের উদ্বেগ
গত ৭ নভেম্বর তথ্য অধিদফতর (পিআইডি) ১১৮ জন সাংবাদিকের স্বীকৃতি কার্ড বাতিল করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
মঙ্গলবার (২০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে নোয়াব বলে, 'শতাধিক অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।'
এছাড়া এ পদক্ষেপ সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সরকারের অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করেছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
নোয়াব বলেছে, বিগত কয়েক বছরের কালো দিনগুলোয় জাতি ফিরতে চায় না।
তাই অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সাম্প্রতিক সিদ্ধান্তকে 'মুক্ত সংবাদপত্রের প্রতি হুমকি হিসেবে মনে করে' বলে উল্লেখ করা হয়েছে নোয়াবের বিজ্ঞপ্তিতে।
অ্যাক্রিডিটেশন কার্ডগুলো অবিলম্বে পুনর্বহাল করতে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানিয়েছে নোয়াব। এতে অন্তর্বর্তী সরকার স্বাধীনতার যে পরিবেশ তৈরির প্রচেষ্টা চালাচ্ছে, তা আরও ফলপ্রসূ হবে বলে উল্লেখ করে সংগঠনটি।