শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, এটি একটি রাজনৈতিক বিষয় এবং এ সংক্রান্ত সিদ্ধান্ত সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষই নেবেন।
তিনি আরও জানান, মন্ত্রণালয় এ বিষয়ে এখনও কোনো নির্দেশনা পায়নি। আগামী বাংলাদেশ–ভারত ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে এটি নিয়ে আলোচনা করা হতে পারে।
এ সময় তিনি বলেন, 'এ বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও মন্ত্রণালয় কোনো আনুষ্ঠানিক আলোচনা সম্পর্কে অবগত নয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা হবে।'
অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে আন্তর্জাতিক চাপ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌফিক হাসান বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে, বিশেষত আওয়ামী লীগের ব্যাপারে, কোনো বিদেশি শক্তি কোনো প্রভাব ফেলার চেষ্টা করেনি।
তিনি আরও জানান, কোনো বিদেশি সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে উদ্বেগ জানায়নি বা কোনো অনুরোধ করেনি।
জুলাই মাসে বিক্ষোভের পর সংযুক্ত আরব আমিরাতে আটক বাংলাদেশি নাগরিকদের নিয়ে চলমান পরিস্থিতি সম্পর্কেও কথা বলেন মুখপাত্র।
তিনি বলেন, মন্ত্রণালয় এ বিষয়গুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতির অগ্রগতির সঙ্গে সঙ্গে তা জানানো হবে।