গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে আজ শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে একটি পিকনিকের বাসে বিদ্যুৎস্পর্শে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর ৩ শিক্ষার্থী নিহত হয়েছেন।
মারা যাওয়া শিক্ষার্থীরা হলেন– মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)। তারা সবাই আইইউটি- এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ঘটনা তদন্তে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন একটি চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তারকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। অপর সদস্যরা হলেন– শ্রীপুরের ইউএনও ব্যারিস্টার সজীব আহমেদ, আরইবির ডিজিএম ও অন্য একজন নাম জানা যায়নি।
তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে সালমা আক্তার বলেন, "আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি।"
এদিকে আইইউটি এর গণসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আইইউটির উপাচার্য গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করেছেন। তিনি হতাহতদের খোঁজখবর নেওয়ার জন্য ঢাকা থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
জানা গেছে, আজ শনিবার সকালে গাজীপুর মহানগরীর বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসির ডাবল ডেকার বাসে করে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে যান। বাসগুলোর মধ্যে বিআরটিসি'র ডাবল ডেকারের ৬টি ও ৩টি মাইক্রোবাস রয়েছে। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো নিয়ে শ্রীপুরের গ্রামীণ আঞ্চলিক সড়ক ধরে রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা করেন।
উত্তর পেলাইদ গ্রামে যাওয়ার পথে বাসগুলো গ্রামীণ সড়কের উদয়খালী বাজারে পৌঁছালে বহরের বিআরটিসির ডাবল ডেকার একটি বাসের উচ্চতা বেশি হওয়ায় উপরে থাকা পল্লী বিদ্যুতের তারের সাথে বাসটির স্পর্শ হয়। এতে বাসে থাকা ৬০/৭০ যাত্রীর মধ্যে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।