প্রথম আলো অফিসের সামনে জিয়াফত কর্মসূচিতে আসা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিল পুলিশ
রাজধানীর কারওয়ানবাজারের জাতীয় দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে জিয়াফত কর্মসূচি ঘিরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ রোববার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
এর আগে আজ দুপুরে কারওয়ানবাজারে পত্রিকাটির কার্যালয়ের সামনে জিয়াফত কর্মসূচি শুরু করেন বিক্ষোভকারীরা। পরে তারা একটি গরু জবাই করেন।
বিক্ষোভকারীরা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে। ফলে তাদের তওবা করার জন্য এ জিয়াফত কর্মসূচি করা হচ্ছে। এখানেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে।
সন্ধ্যায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সংক্রান্ত একটি ভিডিওতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি করতে দেখা যায়।
এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসাইন টিবিএসকে বলেন, বিনা অনুমতিতে তারা সমাবেশ করছিল। তাই তাদের সরিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, একই ব্যানারে গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রথম আলোর সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। পরদিন শুক্রবার (২২ নভেম্বর) ডেইলি স্টারের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ হয়। পরে সেখান থেকে পত্রিকার দুটির কার্যালয়ের সামনে গরু জবাই করার ঘোষণা দেওয়া হয়।