শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে: জামায়াত আমীর
শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে সরকারকে পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমীর ডাক্তার শফিকুর রহমান। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, "যারা দেশকে অস্থিতিশীল করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। এব্যাপারে আমাদের অবস্থা পরিষ্কার। সরকার সঙ্গে এসব নিয়ে কথা হয়েছে।"
তিনি আরও বলেন, "আমরা সরকারকে বলেছি যৌক্তিক সময়ের মধ্যে মিনিমান সংস্কার করে নির্বাচন আয়োজন করতে।" এছাড়া জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে জাতীয় দৃঢ় ঐক্য গড়ে তোলার আহবান জানান জামায়াত আমীর।
দেশের পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মন্তব্যের জবাবে জামায়াত আমীর বলেন, "দেশে কিছু বিশৃঙ্খলা হচ্ছে। তবে আমরা এমন মনে করি না যে দেশ একদম গোল্লায় গেলো"
গত অক্টোবর মাসের শুরুতে জামায়াত প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছিল। সেসময় তারা আসন্ন নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার এবং এর রোডম্যাপ নিয়ে আলোচনা করেছিলেন।