১৫ বছরে বাংলাদেশ মার্সিডিজ বেঞ্জ ক্লাব
২৯ নভেম্বর গুলশানের হোয়াইট ক্যানারি ক্যাফেতে বসেছিল বিলাসবহুল গাড়ি মার্সিডিজ বেঞ্জের মেলা। বাংলাদেশ মার্সিডিজ বেঞ্জ ক্লাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তারকা খচিত লোগোটি যেন সেদিন আরও বেশিই জ্বলজ্বল করছিল।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিকেল ২টায় অনুষ্ঠান শুরু হয়। ক্লাবের সদস্যরা এবং গাড়ি-প্রেমীরা একে একে ভেন্যুতে আসতে থাকেন।
ক্যাফের পার্কিং লটের সামনে ছিল একটি আকর্ষণীয় ধূসর মার্সিডিজ এএমজি ই৫৩, যার পেছনে সারিবদ্ধভাবে রাখা ছিল ই-ক্লাস ও সি-ক্লাসের আরও কয়েকটি মডেল। পিছনে দাঁড়িয়েছিল ক্লাবের কোষাধ্যক্ষ আনিস জামানের সাদা জি-ওয়াগন। মনে হচ্ছিল, এ জি-ওয়াগনটি যেন অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছিল।
তবে সবকিছুকে ছাপিয়ে যেটি সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ, তা হলো দুটি ভিনটেজ মার্সিডিজ মডেল- একটি ডব্লিউ১২৩ এবং একটি ডব্লিউ১৪০। এ দুটো গাড়ির মালিকই হলেন ক্লাবের সভাপতি খন্দকার মন্দুদ আহমেদ। এই গাড়িগুলো ছিল মার্সিডিজের খ্যাতনামা প্রকৌশল এবং নকশার দুর্দান্ত প্রদর্শনী।
ক্লাবের ১৫ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষ্যে একটি কেক কাটা হয়। অনুষ্ঠানটি শেষে ক্যাফেতে সাজিয়ে রাখা গাড়ির বহরগুলো নিয়ে গুলশান এলাকায় একটি ছোট রাইডের আয়োজন করা হয়।