হাসিনার মতো পরিণতি এড়াতে ভারত নয়, জনগণের ম্যান্ডেটকে গুরুত্ব দিন: কুমিল্লায় আসিফ মাহমুদ
ভারতের পরিবর্তে জনগণের ম্যান্ডেটকে অগ্রাধিকার দিতে বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, "বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি শেখ হাসিনার মত একই পরিণতি এড়াতে চায় তাহলে ভারতের নয় জনগণের ইচ্ছাকে অগ্রাধিকার দেওয়া উচিত।"
রাজনৈতিক দলগুলো বহিরাগত শক্তির সহায়তায় ক্ষমতায় আসতে পারবে না জানিয়েছে আসিফ মাহমুদ বলেন, "জনগণের ম্যান্ডেটই একমাত্র ক্ষমতায় আসার উপায়।"
আজ শনিবার (৩০ নভেম্বর) কুমিল্লার মুরাদনগরের দূর্গারাম সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে বক্তৃতাকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে সংবর্ধনা দেওয়া হয়। সে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, "বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ধারণা রয়েছে যে ভারতের আশীর্বাদ ছাড়া বাংলাদেশ ক্ষমতায় আসা যাবে না। তারা যেভাবে কথা বলছে তা এই স্বাধীন দেশের মানুষের জন্য খুবই কলঙ্কজনক।"
তিনি আরও বলেন, "আপনি যদি মনে করেন যে ভারতের আশীর্বাদ ছাড়া এদেশে ক্ষমতায় আসা অসম্ভব, তাহলে আমাকে বলতে হবে হাসিনার চেয়ে বেশি আশীর্বাদ কেউ ভারতের কাছ থেকে পায়নি। আর আপনারা ভালোভাবেই দেখেছেন জনগণ কী করেছে।"
"যদি আপনারা একই পরিণতি এড়াতে চান তাহলে বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকে ক্ষমতায় আসার একমাত্র পথ হিসেবে অবলম্বন করুন।" বলে সতর্ক করেন আসিফ।
তিনি আরো বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার সময় কুমিল্লাকে বিভিন্ন সময়ে বঞ্চিত করা হতো। কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ করার জন্য আলোচনা করব এবং দ্রুততা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা নিব। আর যদি এখানে বিভাগ হয় তাহলে কুমিল্লা নামেই হবে।
অনুষ্ঠানে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ৩৫ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।