দুই গুরুত্বপূর্ণ পদ হারালেন ডেপুটি গভর্নর নুরুন নাহার
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারকে স্পর্শকাতর দুই বিভাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি আদেশ জারি করে, যা রোববার (২৯ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি ১৩টি গুরুত্বপূর্ণ বিভাগের পালন করছিলেন।
গত ২৩ নভেম্বর গভর্নরের কার্যালয়ের সামনে দুই ডেপুটি গভর্নর- নুরুন নাহার ও ড. হাবিবুর রহমানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। সর্বদলীয় ঐক্যের ব্যানারে দফায় দফায় বিক্ষোভ করেন কয়েকশ' কর্মকর্তা-কর্মচারী। পরে গভর্নরের কাছ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন বিক্ষোভকারীরা।
২০২৩ সালের এপ্রিলে তিন বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান নুরুন নাহার। তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পান যা ১ জুলাই থেকে কার্যকর হয়।