বিচার বিভাগের আধুনিকায়নে কারিগরি সহায়তা দিতে আগ্রহী স্পেন
দেশের বিচার বিভাগের আধুনিকায়নে স্পেন প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট (কারিগরি সহায়তা) প্রদানে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে সিনশেত্রু। আজ সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান তিনি।
পরে সুপ্রিম কোর্টের জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন যে আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বর্তমান প্রধান বিচারপতির নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এছাড়া একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে তার দেশ বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। বিশেষ করে বিচার বিভাগের আধুনিকায়নে প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট প্রদানে রাষ্ট্রদূত আগ্রহের কথা জানিয়েছেন প্রকাশ করেন।
এ সময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা করেন।
প্রধান বিচারপতি স্পেনের রাষ্ট্রদূতকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ছাত্র-জনতার স্বতস্ফূর্ত অংশগ্রহণে সংঘটিত জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশের বিচার বিভাগ দেশে মানবাধিকারের সর্বোচ্চ সুরক্ষা প্রদানে বদ্ধ পরিকর এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।