সামনের নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে: তারেক রহমান
আগের যেকোনো নির্বাচনের চেয়ে সামনের নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাব, হতে পারে আমাদের প্রধান প্রতিপক্ষ দলটি অনেক দুর্বল হয়ে গেছে, তারপরেও এ নির্বাচন বাংলাদেশের যে কোন নির্বাচন থেকে অনেক কঠিন হতে যাচ্ছে।
আজ সোমবার বিকেলে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জন-সম্পৃক্তকরণে বিএনপির খুলনা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
নির্বাচন কঠিন হওয়ার কারণ হিসেবে তারেক রহমান বলেন, ২০ বছর আগে যখন মানুষ নির্ভয়ে ভোট দিতে পারতেন, সেই সময় থেকে মানুষের চিন্তা ধারার পরিবর্তন হয়েছে, মানুষের ধ্যান-ধারণার পরিবর্তন হয়েছে। মানুষ এখন অনেক সচেতন। আমাদের ৩১ দফা যদি সফল করতে হয়, তাহলে জনগনের সমর্থন আমাদের পক্ষে রাখতে হবে।
নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা দলের মধ্যে থেকে পরিকল্পনা নেন, কীভাবে আপনার এলাকার জনগনকে আপনাদের সাথে রাখবেন। কীভাবে জনগনের কাছে আপনারা ভালো জিনিসগুলি পৌঁছে দেবেন। আগামী দিনে কী করবেন সেগুলো জনগণের কাছে তুলে ধরবেন। আমাদের মূল উদ্দেশ্য হলো জনগণকে পক্ষে রাখা।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপি ভারপ্রাপ্ত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, গবেষণা বিষয়ক সম্পাদক শামিমুর রহমান শামীমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।