আগরতলায় হাইকমিশনে হামলা: জনগণকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান তারেক রহমানের
দেশবাসীকে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও কোনো ধরনের উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড এক্স অ্যাটাউন্টে করা দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার বিষয়ে তারেক বলেন, 'আমি আমার দেশের জনগণকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং কোনো উসকানির শিকার না হওয়ার জন্য অনুরোধ করছি।
তিনি বলেন, বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের সম্মুখীন। কিন্তু আমরা ধর্মীয় সম্প্রীতি ও আঞ্চলিক সার্বভৌমত্বের দেশ ছিলাম ও থাকব। এদেশে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত।
তিনি আরও বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে ভারতীয় কিছু মহল বাংলাদেশের বিরুদ্ধে গণমাধ্যমে উসকানিমূলক মন্তব্য ও রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। ভুল তথ্যের এসব প্রচারণা বাংলাদেশবিরোধী মনোভাবকে উসকে দিচ্ছে।
আগরতলায় বাংলাদেশ মিশনে সর্বশেষ হামলা এসব বিভ্রান্তিকর অপপ্রচারের ফল উল্লেখ করে তারেক বলেন, এটি প্রতিবেশীদের মধ্যে শুধু বিরোধ ও বিভেদই সৃষ্টি করে।
তিনি বলেন, আন্তর্জাতিক অংশীদারদের অবশ্যই স্বীকার করতে হবে, প্রায় ২০ কোটি জনসংখ্যার বাংলাদেশ অস্থিতিশীল হলে, তা কোনো দেশের স্বার্থে আসবে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, কোনো বিশেষ ব্যক্তি বা রাজনৈতিক দলের বাইরে গিয়ে ঠিক কী কারণে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলেন, তিনি ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে কী ঘটছে এবং কেন বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পর্ক স্থাপন করা অপরিহার্য- তা বস্তুনিষ্ঠভাবে বোঝা গুরুত্বপূর্ণ।