রমেন রায়ের ওপর হামলার ঘটনাটি পুরোনো, তিনি চিন্ময়ের আইনজীবী নন: ফ্যাক্টওয়াচ
ইসকনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি গতকাল (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। তবে এ শুনানির আগের রাতে (২ ডিসেম্বর) কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম দাবি করে, চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষ নিয়ে আদালতে লড়াই করায় হামলার শিকার হয়েছেন আইনজীবী রমেন রায়। এমনকি তার বাড়িঘরেও হামলা হয়েছে বলে এসব সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এসব দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে। অনুসন্ধানে উঠে এসেছে— অ্যাডভোকেট রমেন রায় ২৫ নভেম্বরের একটি হামলায় আহত হয়েছিল। চিন্ময় কৃষ্ণ দাসের মামলার সঙ্গে এই হামলার কোনোভাবেই সংশ্লিষ্টতা নয়।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে আরও জানা গেছে, রমেন রায়ের বাড়িঘরে হামলার অভিযোগও সঠিক নয় এবং তিনি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী নন।
ফ্যাক্টওয়াচ এসব তথ্যের ভিত্তিতে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর হিসেবে সাব্যস্ত করেছে।
অনুসন্ধানের ভিত্তিতে জানা যায়, ভারতের একাধিক সংবাদমাধ্যম— জি নিউজ, এবিপি লাইভ, দ্য ওয়াল, হিন্দুস্তান টাইমস, এবং ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এসব মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ ও প্রচার করেছে।
সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার (২৬ নভেম্বর) রমেন রায় চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আদালতে দাঁড়িয়েছিলেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) আবারও তাঁর আদালতে যাওয়ার কথা ছিল। এর আগেই তাঁর বাড়িতে হামলা চালানো হয় বলে দাবি করা হয়।
এসব প্রতিবেদনে ইসকন কলকাতার মুখপাত্র ও ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের ২ ডিসেম্বর রাতের একটি টুইটকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।
টুইটে দাবি করা হয়, আদালতে চিন্ময় কৃষ্ণের হয়ে মামলা লড়ার কারণে ইসলামপন্থীরা রমেন রায়ের বাড়িতে ভাঙচুর চালায় এবং তাকে মারধর করে।
দাবিটর সত্যতা যাচাইয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরীর সঙ্গে ফ্যাক্টওয়াচ যোগাযোগ করলে তিনি বলেন, "এই নামে চট্টগ্রামে কোনো আইনজীবী নেই।" আইনজীবী সমিতির তালিকায়ও রমেন রায় নামের কারও অস্তিত্ব পাওয়া যায়নি।
চিন্ময় কৃষ্ণ দাসের মামলার ওকালতনামা অনুযায়ী, তার আইনজীবীর নাম শুভাশিস শর্মা।
এদিকে, আজকের পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর প্রতিবেদক সবুর শুভও নিশ্চিত করেছেন, রমেন রায় নামে কোনো আইনজীবীর ওপর হামলার ঘটনা চট্টগ্রামে ঘটেনি।
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি স্বতন্ত্র গৌরাঙ্গ দাস দাবি করেন, রমেন রায় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী নন। তিনি বলেন, "২৫ নভেম্বর শাহবাগে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির সময় রমেন রায় দুর্বৃত্তদের হাতে আহত হন।"
রমেন রায়ের আহত হওয়ার বিষয়টি ঢাকা পোস্টের ২৫ নভেম্বরের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগে চলমান অবস্থান কর্মসূচিতে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে রমেন রায় (৫০) গুরুতর আহত হন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ঢাকার আইনজীবী সমিতিতে রামেন্দ্রনাথ রায় নামে একজন আইনজীবীর নাম রয়েছে। তার এক নিকটাত্মীয় ফ্যাক্টওয়াচকে নিশ্চিত করে বলেন, রমেন রায় পেশায় একজন অ্যাডভোকেট এবং তিনি ২৫ নভেম্বর ঢাকায় হামলার শিকার হন। তবে তার বাড়িতে হামলার দাবি সঠিক নয়।
অনুসন্ধান থেকে পাওয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ দাবিগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।