৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘু নিপীড়নের ঘটনায় গ্রেপ্তার ৭০: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘু নিপীড়নের ঘটনায় ৮৮টি কেসে ৭০ জন গ্রেপ্তার হয়েছে।
তিনি বলেন, 'পুলিশের তথ্যমতে ৫ আগস্ট থেকে অক্টোবরের ২২ তারিখ পর্যন্ত সংখ্যালঘু নিপীড়নের ঘটনায় ৮৮টি কেস ফাইল হয়েছে। এসব কেসে ৭০ জন ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে।'
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য দেন।
এবিষয়ে তিনি বলেন, 'আগামীতে এসব ঘটনা সম্পর্কে নিয়মিত ব্রিফিং দেওয়া হবে। ধারণা করা হচ্ছে এই কেসের সংখ্যা ও গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়বে। কারণ সম্প্রতি সুনামগঞ্জ, গাজীপুরসহ কয়েক জায়গায় নতুন সহিংসতার ঘটনা রিপোর্ট হয়েছে।'
শফিকুল আলম বলেন, 'এসব ঘটনায় রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখে কাউকে গ্রেপ্তার করা হয়নি, বরং যারা সাসপেক্ট তাদের ধরা হয়েছে।'
তিনি আরও বলেন, 'এসবের মধ্যে সম্ভাবনা থাকে যে অনেক ঘটনায় ভুক্তভোগীরা বিগত রুলিং পার্টির সদস্য ছিল। সেক্ষেত্রে বিশ্বাসের কারণে হয়তো আক্রমণ হয়নি।'
প্রেস সচিব বলেন, 'এর নেত্র নিউজের এক রিপোর্টে নোটিশ করেছি যে অলমোস্ট এভরি কেস পার্সোনাল কিংবা পলিটিক্যাল ছিল। আগে রুলিং পার্টির মেম্বার ছিল যার কারণে অ্যাটাক করা হয়েছে কিংবা ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে।তবে যেহেতু ভায়োলেন্স হয়েছে সেহেতু পুলিশ নিজের কাজ করছে।'
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সম্পর্কে তিনি বলেন, 'বাংলাদেশ রাখাইন সিচুয়েশন স্ট্রংলি মনিটর করছে। প্রধান উপদেষ্টার বিশেষ দূত এটা নিয়ে ইন্টেন্সিভলি কাজ করছে।'
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, 'আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে অংশীজনদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন হবে রোহিঙ্গা সংকট নিরসনে। ভিউ এন্ড মরালিটিস আগামী মার্চ এপ্রিলের মধ্যে ঠিক হয়ে যাবে। আমরা আশা করছি বিশ্বের সবগুলো দেশ সেখানে পার্টিসিপেট করবে। ইউএন এজেন্সি, চায়না, ইন্ডিয়া, ইউরোপীয় ইউনিয়নসহ সবাই থাকবে আশা করি।'