ভারতীয় অপপ্রচার বন্ধের দাবিতে সাবেক পুলিশ কর্মকর্তাদের প্রতিবাদী মিছিল
বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার বন্ধের দাবি জানিয়েছেন সাবেক পুলিশ কর্মকর্তারা। আজ (বুধবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মিছিল পরবর্তী সমাবেশে এ দাবি জানান তারা।
বাংলাদেশের বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি। এর আগে সকাল সাড়ে ১১ টায় রাজারবাগ থেকে শান্তিনগর, কাকরাইল, সেগুনবাগিচা হয়ে জাতীয় প্রেস ক্লাবে একটি প্রতিবাদ মিছিল নিয়ে আসে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা।
সমাবেশে সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আশরাফুল হুদা বলেন, "১৯৭১ সালে সর্বপ্রথম পুলিশ সদস্যরাই প্রতিরোধ গড়ে তুলেছিল। আমরা সেই পুলিশের উত্তরসূরি। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে সাবেক পুলিশ সদস্যরা জীবন প্রস্তুত আছেন।"
ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের কঠোর সমালোচনা করে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ডিআইজি (অব.) এম আকবর আলী বলেন, "বিভিন্ন সময় বাংলাদেশ সরকারের পরিবর্তন হয়েছে। কিন্তু ভারত তখন এত অস্থিরতা দেখায়নি। এখন ভারত কেন উম্মতের মত আচরণ করছে।"
তিনি বলেন, "আমরা ভারতের দালালি করার জন্য মুক্তিযুদ্ধ করিনি। সাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এদেশ স্বাধীন করেছি।'
মিছিলে সাবেক পুলিশ কর্মকর্তাদের হাতে 'বন্ধু যদি হতে চাও, ডাইনিটাকে ফেরত দাও,' 'ভারতীয় আগ্রাসন রুখবে বাংলার জনগণ ' লেখা সম্বলিত প্লেকার্ড দেখা যায়। সমাবেশ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবাদলিপি দেন তারা।