‘ফিল্মি স্টাইলে’ ডাকাতির শিকার হওয়ার কথা জানালেন অভিনেতা ওমর সানী
বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী জানিয়েছেন, রাজধানীতে তার বাড়িতে ডাকাতি হয়েছে।
তবে ঘটনার ১৩ দিন পর আজ সোমবার (১৬ ডিসেম্বর) তিনি তা প্রকাশ্যে আনলেন। প্রায় দুই সপ্তাহ আগে এক রোববার মধ্যরাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
'সে রাতে বাড়ি ফিরে দেখি, বেডরুমের দরজা ভেতর থেকে বন্ধ। দরজা খুলতে না পারার পর আমার তত্ত্বাবধায়ক ও ম্যানেজার এসে দেখেন, দরজার কাচ ইতোমধ্যে ভেঙে আছে,' বলেন তিনি।
ডাকাতেরা ২ কোটি টাকার একটি প্রতারণা মামলার নথি, একটি আইফোন এবং তার মেয়ের সোনার গয়নাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে গেছে বলে জানান তিনি।
তবে ঘরের ভেতর একটি দামি ল্যাপটপ থাকলেও তা নেয়নি দুর্বৃত্তরা। এ থেকে ওমর সানী ধারণা করছেন, ডাকাতদের প্রধান লক্ষ্য ছিল ওই মামলার নথি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওমর সানী জানান, তার ছেলে ফারদিন ক্রিপ্টোকারেন্সির লেনদেনের মাধ্যমে দুই কোটি টাকার প্রতারণার শিকার হয়েছেন।
এ বিষয়ে চলমান মামলার রায় শীঘ্রই ঘোষণার কথা ছিল। খোয়া যাওয়া নথিগুলো মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে দাবি করেন তিনি।
এ ঘটনাতে 'ফিল্মি স্টাইলে' ডাকাতি অভিহিত করেছেন ভুক্তভোগী এ অভিনেতা। তবে তিনি জানান, তার আইনজীবীর কাছে নথিগুলোর কপি রয়েছে এবং তিনি ভীত নন।
ওমর সানী আরও জানান, তার ছেলে ফারদিন ২০২২ সালে নিশাত বিন জিয়া রুম্মান নামক এক ব্যবসায়ীর সঙ্গে পরিচিত হন এবং বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতে ২ কোটি টাকার বেশি বিনিয়োগ করেন।
বেশ কয়েকটি লেনদেনের পর ফারদিন জানতে পারেন, নিশাতের কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা বৈধ ব্যবসার লাইসেন্স নেই। টাকা ফেরত চাইলে নিশাত তা দিতে অস্বীকার করেন।
ডাকাতির বিষয়টি পুলিশকে জানিয়েছেন ওমর সানী। এছাড়া ভাটারা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
ডাকাতির বিষয়ে জানতে চাইলে গুলশান পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রাকিব হাসান টিবিএসকে জানান, তারা এখনও কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাননি।