হাসিনাকে ফেরাতে দিল্লিকে ঢাকার কূটনৈতিক নোট: পররাষ্ট্র উপদেষ্টা
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক নোট দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, 'আমরা ভারত সরকারকে একটি নোট ভারবালের মাধ্যমে জানিয়েছি, বিচারিক প্রক্রিয়ার জন্য বাংলাদেশ সরকার তাকে (শেখ হাসিনা) ফেরত চায়।'
এর আগে, সোমবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। এটি প্রক্রিয়াধীন।'
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। ওই চুক্তি মেনে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কোনো বাধা নেই।'
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনার পর থেকে তিনি ও তার বোন শেখ রেহানা ভারতের সরকারের সহায়তায় দিল্লিতে একটি নিরাপদ আশ্রয়ে (সেফ হাউজ) অবস্থান করছেন বলে জানা গেছে।