শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব
শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
চলতি সপ্তাহে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি। এর আগে গত ৮ ডিসেম্বর শেখ হাসিনা ও শেখ রেহানার অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছিল।
বিএফআইইউর এ সংক্রান্ত চিঠিতে শেখ হাসিনা, তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদের (জয়), মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন (পুতুল), শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের তথ্য চাওয়া হয়েছে।
টিউলিপের বিরুদ্ধে যুক্তরাজ্যে বিভিন্ন ব্যক্তির দেওয়া একাধিক ফ্ল্যাটে বসবাস নিয়ে খবর প্রকাশের পর এ উদ্যোগ নিল বিএফআইইউ।
দ্য ফিনান্সিয়াল টাইমস শুক্রবার (৩ জানুয়ারি) জানিয়েছে, ২০০১ সালে ১ লাখ ৯৫ হাজার পাউন্ড (প্রায় ৩৮০ মিলিয়ন ডলার) দিয়ে কিংস ক্রস এলাকায় ফ্ল্যাট কিনেছিলেন আবদুল মোতালিফ নামে এক ডেভেলপার। শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল। ২০০৪ সালে কোনো অর্থ না দিয়েই টিউলিপ সিদ্দিক ওই ফ্ল্যাটের মালিক হয়েছিলেন।
এদিকে টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য যুক্তরাজ্যের একটি স্বাধীন তদন্তকারী কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন।