হাসিনাকে ফেরত পাঠাতে চিঠি, নয়াদিল্লির জবাবের ওপর নির্ভর করছে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ: পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার চিঠির (নোট ভারবাল) প্রেক্ষিতে ভারত কী জবাব দেয়— তার ওপর নির্ভর করবে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন , "বাংলাদেশের নোট ভারবালের প্রেক্ষিতে ভারত সরকারের উত্তরের জন্য একটি স্বাভাবিক সময় পর্যন্ত বাংলাদেশ অপেক্ষা করবে। এরমধ্যে উত্তর না পেলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে তাগিদপত্র দেওয়া হবে।"
সে স্বাভাবিক সময়টা কতদিন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন , "এটা নির্ভর করে কোন বিষয়ের ওপর কথা হচ্ছে। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, সেটি অত্যন্ত সংবেদনশীল বিষয়, এটার স্বাভাবিক সময় ব্র্যাকেটিং (নির্দিষ্ট) করার সুযোগ নেই।"
এসব ক্ষেত্রে কখনো কখনো কোনও বিষয় বছরের পর বছর লেগে যায় বলেও তিনি মন্তব্য করেন।