৫ হাজার টাকা ভাতা বাড়ানোর প্রজ্ঞাপন প্রত্যাখ্যান ট্রেইনি চিকিৎসকদের
মাসিক ভাতা ৫ হাজার টাকা বাড়িয়ে ৩০ হাজার করার সরকারের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন পোস্ট-গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা।
এবিষয়ে অর্থবিভাগের প্রজ্ঞাপন জারির পরে, আজ মঙ্গলবার সেটি প্রত্যাখ্যান করার কথা এক বিবৃতিতে দিয়ে জানায় ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস। এতে বলা হয়, ''আমরা এমন হঠকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।' ভাতা আরও বাড়ানোর জন্য আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে আন্দোলনকারী চিকিৎসকদের প্ল্যাটফর্মটি।
অবৈতনিক প্রশিক্ষণার্থীদের পারিতোষিক ভাতার হার বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করে অর্থবিভাগ। এতে বলা হয়, 'বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের বিদ্যমান মাসিক পারিতোষিক ভাতার হার বিদ্যমান ২৫ হাজার টাকা হতে ২০ শতাংশ বৃদ্ধি করে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হলো। যা আদেশ জারির তারিখ থেকে প্রযোজ্য হবে।'
এদিকে, ট্রেইনি চিকিৎসকদের আন্দোলনের মুখে সরকারের পাঁচ হাজার টাকা ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে প্রত্যাখান করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) নিজ ফেসবুক একাউন্টে এক পোস্টের মাধ্যমে এ প্রতিক্রিয়া জানান তিনি।
ওই পোস্টে তিনি লিখেন, দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডাক্তারদের ভাতা মাত্র ৩০ হাজার টাকা কখনোই যৌক্তিক হতে পারে না। এটা অন্তত ৪০ হাজার অথবা ৯ম গ্রেড সমমান হওয়া উচিত।