ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগে বিক্ষোভ বিএসএমএমইউ-র ট্রেইনি চিকিৎসকদের
মাসিক ভাতা বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবিতে রোববার সকাল দশটা থেকে বিক্ষোভ করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ট্রেইনি চিকিৎসকরা।
পরে বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সি প্রোগ্রামে যোগদানকারী স্নাতকোত্তররা আজ বিকেলে শাহবাগ মোড়-সংলগ্ন একটি সড়কে অবস্থান নিয়ে বলেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবেন। বিকেল ৫টায় আন্দোলনকারী ট্রেইনি চিকিৎসক ডা তানভীর বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানান।
বিক্ষোভরত চিকিৎসকদের অভিযোগ, সকাল থেকে পুলিশ বিএসএমএমইউ-এর সব গেট বন্ধ করে দিয়ে তাদের হাসপাতাল প্রাঙ্গণে আটকে রাখার চেষ্টা করেন। পরে চিকিৎসকরা ৩ নম্বর গেট দিয়ে বের হয়ে শাহবাগ অভিমুখে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতিও হয়।
অবশেষে দুপুর দেড়টার দিকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিতে সক্ষম হন আন্দোলনরত চিকিৎসকরা।
চিকিৎসকরা বলেন, বিক্ষোভে নামার আগে গত ৬ মাস ধরে মাসিক ভাতা ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানিয়ে আসছেন তারা।
ইতিপূর্বে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিএমডিসি, বিএসএমএমইউ, বিসিপিএস-সহ সংশ্লিষ্ট সব জায়গায় স্মারকলিপি দিয়েছেন তারা।
বারবার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি বলে দাবি তাদের।