চট্টগ্রাম আদালত থেকে ১,৯১১ মামলার নথি উধাও
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের আওতাধীন ৩০টি আদালত থেকে ১,৯১১টি মামলা সংশ্লিষ্ট নথি নিখোঁজ হয়েছে। ১৩ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে আদালতের ছুটি থাকাকালীন মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) কার্যালয়ের সামনে থেকে নথিগুলো নিখোঁজ হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পিপি মোফিজুল হক ভূঁইয়া গত রবিবার (৫ জানুয়ারি) কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
নথি হারিয়ে যাওয়ার ঘটনা নিশ্চিত করে পিপি মোফিজুল হক ভূঁইয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "এসব নথি ২০১৫ সালের আগের মামলাগুলোর। অফিস কক্ষে জায়গা না থাকায় গত বছরের এপ্রিল থেকে পুরোনো নথিগুলো অফিসের সামনের করিডোরে রাখা হচ্ছিল। তবে এতে গুরুতর কোনো উদ্বেগের বিষয় নেই, কারণ এগুলো ফটোকপি ছিল। আসল নথিগুলো আদালতে আছে। তবুও আমি জিডি করেছি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।"
তিনি আশা প্রকাশ করেন যে পুলিশ দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সক্ষম হবে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম নিশ্চিত করেছেন যে নথি উদ্ধারের জন্য তদন্ত চলছে এবং ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত নতুন আদালত ভবনের তৃতীয় তলায় অবস্থিত এবং এতে অতিরিক্ত ও যুগ্ম দায়রা জজসহ ৩০টি আদালত রয়েছে। এই ঘটনার পর ফাইল ব্যবস্থাপনা উন্নয়ন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তার দাবি উঠেছে।