চট্টগ্রাম আদালত থেকে ১,৯১১ মামলার নথি উধাও

এসব নথি ২০১৫ সালের আগের মামলাগুলোর। অফিস কক্ষে জায়গা না থাকায় গত বছরের এপ্রিল থেকে পুরোনো নথিগুলো অফিসের সামনের করিডোরে রাখা হচ্ছিল বলে জানান পিপি মোফিজুল হক ভূঁইয়া।