২.৯৫ কোটি টাকার অবৈধ সম্পদ: মাগুরার সাবেক এমপি সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা
শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা রহমানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুই কোটি ৯৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়।তাদের বিরুদ্ধে দুদক আইন ও অর্থ পাচার প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, সরকারের দায়িত্বশীল পদে থেকে সাইফুজ্জামান ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ১.৭৯ কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার সাতটি ব্যাংক হিসাবে ৫.৫৩ কোটি টাকা জমা হওয়ার সন্দেহজনক তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫.৪৫ কোটি টাকা উত্তোলন করা হয়েছে।
এছাড়া সীমা রহমানের বিরুদ্ধে ১.১৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে বলে জানান এই দুদক কর্মকর্তা।
আক্তার হোসেন আরও জানান, সাবেক পুলিশ সুপার মো. শাহজাহানের (বর্তমানে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ে সংযুক্ত) বিরুদ্ধে ১.৪০ কোটি টাকার, গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে ৬.১০ কোটি টাকার ও তার স্ত্রী মোছা. রুহুল আরা রহিমের বিরুদ্ধে ৫১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে।