গাজীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা চালকসহ নিহত ৩
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংর্ঘষে অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে করিম মিয়া (৪২), সূত্রাপুর ইউনিয়নের নয়ানগর গ্রামের গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন রায় (৩৫) ও টান সূত্রাপুর গ্রামের মৃত বাসুদেব দাসের ছেলে সুদিপ দাস (৩৭)। আহত ব্যক্তির নাম রিপন মিয়া (৩৩)।
পুলিশ সূত্র জানায়, আজ বিকেল সাড়ে ৪টার দিকে কালিয়াকৈর বাজার থেকে ইট বোঝাই একটি ট্রাক মাওনার দিকে যচ্ছিল। ট্রাকটি চেয়ারম্যান বাড়ি বাজার এলাকায় পৌঁছালে কালিয়াকৈরগামী অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার চালক করিম মিয়া মারা যান। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো দুজন।
পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক এখনও পলাতক রয়েছে।
জানতে চাইলে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান রাসেল জানান, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হেয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।