আইসিটিতে ২,২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ দাখিল বিএনপির
২০০৮ সাল থেকে গত বছরের ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২ হাজার ২৭৬ নেতা-কর্মীকে ক্রসফায়ারে হত্যা এবং ১৫৩ জনকে গুমের অভিযোগ এনেছে দলটি। তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এ অভিযোগ এনেছে।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে পৃথক অভিযোগ দাখিল করেছে দলটি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে অভিযোগটি দায়ের করেন দলটির গুম,খুন তথ্য সংরক্ষণ সমন্বয়কের দায়িত্বে থাকা মো. সালাউদ্দিন খান পিপিএম। এসময় উপস্থিত ছিলেন আইনজীবী নুরুল ইসলাম জাহিদ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা গুমের অভিযোগে বলা হয়েছে, গত ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিএনপি'র মত একটি রাজনৈতিক দলকে ধ্বংস ও নিশ্চিহ্ন করার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার ও তাদের সমর্থন পুষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপির নেতা কর্মী ও সমর্থকদের অপহরণ করে গুম করা হয়েছে এবং এখন পর্যন্ত অনেককেই গুম করে রাখা হয়েছে। বিএনপি'র তথ্য অনুযায়ী এ পর্যন্ত মোট ১৫৩ জনকে গুম করে হত্যা ও অপহরণ করা হয়েছে।
ক্রসফায়ারের অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগের সন্ত্রাসীরা ও আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যরা দমন নিপীড়ন নির্যাতন করে বিএনপিকে ধ্বংস ও নিশ্চিহ্ন করার জন্য এবং দল থেকে লোকজনকে বিচ্ছিন্ন করার জন্যই ক্রসফায়ারের নামে তারা হত্যাকাণ্ড চালায়।
অভিযোগে আরও বলা হয়েছে, ক্রসফায়ারে দলের মোট দুই হাজার ২৭৬ জনকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের ও আইনশৃঙ্খলা বাহিনীর এই জঘন্য কর্মকাণ্ডে ও মিথ্যা বানোয়াট পরিকল্পনা সৃষ্টি করে ক্রসফায়ারের নামে হত্যা ও গুমের ন্যায় বিচারের দাবি জানিয়েছে বিএনপি।
অভিযোগ দায়েরের পর সালাউদ্দিন খান সাংবাদিকদের বলেন, "ক্রসফায়ার ও গুমের শিকার সবাই আমাদের দলের নেতাকর্মী। যেমন গুমের শিকার হয়েছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, আমাদের নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ ১৫৩ জন।"