৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের অধিকাংশেরই যোগদানের সম্ভাবনা রয়েছে: সিনিয়র সচিব
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/01/09/bisies.jpg)
৪৩তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়ায় বাদ পড়া ২৬৭ জন প্রার্থীর অধিকাংশই পুনরায় চাকরিতে যোগ দেবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেসুর রহমান।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ক্ষতিগ্রস্ত প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে ড. মোখলেসুর রহমান এ কথা বলেন।
তিনি বলেন, 'তদন্ত শেষ হয়েছে এবং আমরা দ্রুত প্রক্রিয়া চূড়ান্ত করার জন্য কাজ করছি।'
বাদ পড়া প্রার্থীদের অধিকাংশের পুনরায় নিয়োগ দেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বর্তমানে তাদের আবেদনের পুনর্মূল্যায়ন চলছে।
এসময় ড. মোখলেসুর রহমান সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রবর্তনের সরকারি সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। খুব শিগগিরই এটি বাস্তবায়িত হবে বলেও আশা করা হচ্ছে।
তিনি বলেন, 'মহার্ঘ ভাতার বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের অধীনে পড়ে, তবে কমিটির সদস্য হিসাবে আমি নিশ্চিত করতে পারি, দুটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং আলোচনা ইতোমধ্যে এগিয়েছে। এই ভাতা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হবে এবং এবার পেনশনভোগীরাও উপকৃত হবেন, যা অতীতে ছিল না।'
সরকারি চাকরিজীবীদের টেকসই আর্থিক সহায়তা নিশ্চিত করে পরবর্তী ইনক্রিমেন্ট পিরিয়ডে মূল বেতনের সঙ্গে ভাতা সমন্বয় করা হবে বলেও জানান তিনি।
বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ড. মোখলেসুর রহমান চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই এই ভাতা চালু হবে বলে আশ্বাস দেন।
তিনি বলেন, 'আগামী ৩০ জুন বা তারও আগে ইনশাআল্লাহ এটি কার্যকর হবে।' অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিব নির্দিষ্ট শতাংশ এবং সময়সীমার বিষয়ে স্পষ্ট ধারণা দেবেন।