পঞ্চগড়ে চার বিচারকের অপসারণ দাবি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
নিয়োগ বাণিজ্য, ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চার বিচারককে অপসারণের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই সঙ্গে দাবি আদায়ে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছে সংগঠনটি।
আজ বুধবার বিকেলে সংগঠনটির পঞ্চগড় জেলা শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি ও আল্টিমেটাম দেওয়া হয়।
এর আগে পঞ্চগড় আদালত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ও জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ করে সংগঠনটি।
সমাবেশে সংগঠনটির পঞ্চগড় জেলার সমন্বয়ক ফজলে রাব্বি, সহ-সমন্বয়ক মোজাহার ইসলাম সেলিম, মাহফুজুর রহমান, মনিরুজ্জামান ফয়সাল প্রধান প্রমুখ বক্তব্য দেন।
বক্তাদের অভিযোগ- পঞ্চগড় আদালতের জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডল, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সম্প্রতি জেলা জজ আদালতের তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে নিয়োগের নামে বাণিজ্য করেছেন। ছাত্র-জনতা ও পরীক্ষার্থীরা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করলে নিয়োগ স্থগিত করা হয়।
বক্তারা আরও অভিযোগ করেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হলেও কোনো অগ্রগতি নেই। তারা এখনও আওয়ামী লীগ সরকারের দোসরের ভূমিকা পালন করছেন। আগস্ট বিপ্লবের পরেও তারা ঘুষ, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য করে আসছেন। প্রতিবাদ করায় সমন্বয়কদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন জেলা ও দায়রা জজ গোলাম ফারুক।
এ সময় ২৪ ঘণ্টার মধ্যে তাদের অপসারণ করা না হলে আদালত ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।