রূপপুর বিদ্যুৎকেন্দ্রর যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরে রাশিয়ান জাহাজ এমভি মেলিনা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারি (জেনারেল কার্গো) নিয়ে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে অবস্থান করছে রাশিয়ান পতাকাবাহী জাহাজ 'এমভি মেলিনা'।
শুক্রবার (১০ জানুয়ারি) মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর বাইরেও বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ সমুদ্রবন্দরে বেশ কয়েকটি বিদেশি পতাকাবাহী জাহাজ পণ্য নিয়ে অবস্থান করছে।
এর মধ্যে ১৪২.৭০ মিটার দৈর্ঘ্যের অ্যান্টিগুয়া ও বারমুডার পতাকাবাহী কন্টেইনার জাহাজ 'এমভি পাকান্ডা' বন্দরের পিপি জেটি নং ৭-এ অবস্থান করছে।
এ জাহাজটি ১৯০ টিইইউ (টোয়েন্টি-ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট) কন্টেইনার নিয়ে এসেছে। অন্যদিকে, পানামার পতাকাবাহী কন্টেইনারবাহী জাহাজ 'মার্কস ঢাকা' পিপি জেটি নং ৮-এ ২০৭ টিইইউ কন্টেইনার নিয়ে পৌঁছাবে।
উপপরিচালক আরও জানান, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোংলা বন্দরে ২৮টি বাণিজ্যিক জাহাজ এসেছে, এবং বর্তমানে বন্দরের পশুর চ্যানেলে ১৮টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে।
এসব জাহাজে কয়লা, বিভিন্ন ধরনের সার, ক্লিংকার, এলপিজি, পাথর এবং কন্টেইনার পরিবহন করা হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে মোংলা বন্দর দিয়ে ৪১৩টি বাণিজ্যিক জাহাজ এসেছে। এ সময়ে ১০ হাজার ৩৮৬ টিইইউ কন্টেইনার হ্যান্ডলিং এবং পাঁচ হাজার ৬৩৭টি গাড়ি আমদানি হয়েছে।
এছাড়া, ৫২ লাখ ৮৪ হাজার মেট্রিক টন আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পন্ন করে বন্দরটি ২১০ কোটি টাকা রাজস্ব আয় করেছে।
২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে মোংলা বন্দরে বাণিজ্যিক কার্যক্রমে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমনে ২ দশমিক ৩০ শতাংশ, কার্গো পরিবহনে ৯ দশমিক ৭২ শতাংশ, কন্টেইনার হ্যান্ডলিংয়ে ১৬ দশমিক ৭৮ শতাংশ এবং গাড়ি আমদানিতে ১৩ শতাংম প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।