সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম ও পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক রেলমন্ত্রী মো. জিলুল হাকিম, তার স্ত্রী সাঈদা হাকিম ও তার ছেলে আশিক মাহমুদ মিতুলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তাদের ব্যাংক হিসেবে সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, মো. জিলুল হাকিম তার নিজ নামে ২৪ কোটি ২৯ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার স্ত্রী ৪ কোটি ২৭ লাখ টাকা ও ছেলে আশিক মাহমুদ মিতুল ২ কোটি ৬২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।'
তিনি আরও বলেন, 'জিল্লুল হাকিম ও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ১৯ টি ব্যাংক হিসেবে ১৪৫ কোটি ৪৪ লাখ টাকা সন্দেহজনক জমা হওয়ার তথ্য পেয়েছে দুদক। এছাড়া, তার স্ত্রীর ৬টি ব্যাংক হিসেবে ১২ কোটি ৯২ লাখ টাকা এবং তার ছেলের একটি ব্যাংক অ্যাকাউন্টে ৭ কোটি ৭৬ লাখ টাকা সন্দেহজনক জমা হয়েছে।'
আক্তার হোসেন বলেন, 'তারা অস্বাভাবিক ও সন্দেজনক লেনদেনের মাধ্যমে হস্তান্তর, স্থানান্তর ও রুপান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।'
তবে এসব অর্থ কোন সময়ের মধ্যে লেনদেন হয়েছে তা জানাননি তিনি।