৭২ গাড়ি নিলামে তুলবে চট্টগ্রাম কাস্টম; ৩০টি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের
চট্টগ্রামের কাস্টম হাউস ৭২টি গাড়ি নিলামে তোলার প্রস্তুতি নিচ্ছে। এগুলোর মধ্যে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত সংসদ সদস্যদের শুল্কমুক্ত পদ্ধতিতে আমদানি করা ৩০টি বিলাসবহুল গাড়ি রয়েছে।
গাড়িগুলোর শুল্ক মূল্যায়নের জন্য কাস্টম হাউসের মূল্যায়ন বিভাগে পাঠানো হয়েছে। দাম নির্ধারণের পর ২১ জানুয়ারি নিলামের জন্য দরপত্র আহ্বান করা হবে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।
সংসদ সদস্যদের জন্য নির্ধারিত শুল্কমুক্ত সুবিধার আওতায় গাড়িগুলো আমদানি করা হয়েছিল। তবে ৫ আগস্ট সরকার পতনের পর সেগুলো আর ছাড়পত্র পায়নি। নির্ধারিত সময়ে ছাড়পত্র গ্রহণ না করায় আইন অনুসারে কাস্টমস কর্তৃপক্ষ নিলামের মাধ্যমে গাড়িগুলো বিক্রির সিদ্ধান্ত নেয়।
কাস্টম হাউস জানায়, সংসদ সদস্যরা শুল্কমুক্ত প্রকল্পের আওতায় প্রতিটি গাড়ি ১.৩ কোটি টাকায় আমদানি করেছিলেন। কিন্তু ৮৫০ শতাংশ শুল্ক আরোপের পর প্রতিটি গাড়ির বাজারমূল্য এখন ১০ কোটি থেকে ১২ কোটি টাকার মধ্যে। ৩০টি গাড়ির মোট আনুমানিক মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩৬০ কোটি টাকা।
কাস্টম হাউসের নিলাম শাখার সহকারী কমিশনার সাকিব হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সাবেক সংসদ সদস্যদের মালিকানাধীন ৩০টি গাড়িসহ মোট ৭২টি গাড়ির মূল্যায়ন চলছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে ২১ জানুয়ারি নিলামের দরপত্র আহ্বান করা হবে।"
সম্প্রতি নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বন্দর শেড খালি করার জন্য দাবিবিহীন যানবাহন অপসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তার পরিদর্শনের সময় কাস্টমস কর্মকর্তারা ১০৩টি গাড়ির তালিকা তৈরি করেন, যার মধ্যে ৩০টি সাবেক সংসদ সদস্যদের ছিল।
পরবর্তীসময়ে আমদানিকারকদের গাড়ি ছাড়িয়ে নেওয়ার জন্য জানানো হয়। এর মধ্যে ৩১টি গাড়ি শুল্ক পরিশোধের পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে, সাবেক সংসদ সদস্যদের কেউই তাদের গাড়ি নেনি। ফলে বাকি ৭২টি গাড়ি নিলামের জন্য মূল্যায়নে পাঠানো হয়।
এই গাড়িগুলোর আমদানিকারকদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন অভিনেত্রী তারানা হালিম, ময়মনসিংহের আবদুল ওয়াহেদ, জামালপুরের আবুল কালাম আজাদ, সীতাকুণ্ডের এস আল মামুন, বাঁশখালীর মজিবুর রহমান, খুলনার এসএম কামাল হোসেন, এবং নওগাঁর সুরেন্দ্র নাথ চক্রবর্তী।
এর আগে, গত জুলাই মাসে ক্রিকেটার সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সুমনসহ সাতজন সংসদ সদস্য প্রয়োজনীয় শুল্ক পরিশোধের পর তাদের গাড়ি ছাড়িয়ে নেন।