আদিবাসীদের ওপর হামলার নিন্দা, জড়িতদের শাস্তির দাবিতে নাগরিক বিবৃতি
পাঠ্যপুস্তক থেকে 'আদিবাসী' শব্দযুক্ত গ্রাফিতি সরিয়ে ফেলা, বিক্ষোভরত আদিবাসীদের ওপর হামলা এবং এর প্রতিবাদ করতে গেলে 'সংক্ষুব্ধ ছাত্র জনতা'র মিছিলে পুলিশের হামলা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৪৪ বাংলাদেশি নাগরিক।
আজ শনিবার (১৮ জানুয়ারি) গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্কের ব্যানারে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, 'আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে পাহাড় ও সমতলের আদিবাসীদের অংশগ্রহণ ছিল। ফ্যাসিবাদী শাসকের পতন ঘটেছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার এখনও অবসান ঘটেনি। অভ্যুত্থানের পরে উগ্র জাতিবাদী ফ্যাসিবাদী শক্তিকে নব উদ্যমে পাহাড়ে আগ্রাসন চালাতে দেখা যাচ্ছে।'
আরও বলা হয়, 'গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী সমাজ গঠন, তার বিরুদ্ধে দাঁড়িয়েই হামলা চালানো হচ্ছে। এ হামলা কেবল উগ্র জাতিবাদী-ফ্যাসিবাদী সংগঠনটির এবং পতিত ও নব্য ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির নয়, বরং প্রবলভাবে রাষ্ট্রশক্তিও এ আক্রমণে শরিক।'
বিবৃতিতে আদিবাসীদের সমাবেশে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনাসহ বেশ কয়েকটি দাবিও জানানো হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে- পাঠ্যপুস্তক বোর্ডের সামনে সংক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলে হামলাকারী পুলিশ ও নির্দেশপ্রদানকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, পাঠ্যপুস্তক থেকে "আদিবাসী" শব্দযুক্ত গ্রাফিতি সরিয়ে ফেলার সিদ্ধান্ত প্রত্যাহার করা, এনসিটিবি'র চেয়ারম্যানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া, আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা, আদিবাসীদের যথাযথ সাংবিধানিক স্বীকৃতি দেওয়া, সংবিধানে 'উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়' এর বদলে 'আদিবাসী' পরিচয় প্রদান করা, জাতিসংঘের 'ডিক্লারেশন অন দ্য রাইটস অব ইন্ডিজেনাস পিপলস' (২০০৭) সনদে পরিপূর্ণভাবে অনুস্বাক্ষর করা, আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চিত করা ইত্যাদি।
বিবৃতিতে মানবাধিকারকর্মী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ ১৪৪ জন নাগরিক স্বাক্ষর করেন।
উল্লেখ্য, পাঠ্যপুস্তক থেকে গ্রাফিতি সরিয়ে ফেলার সিদ্ধান্তের প্রতিবাদে গত বুধবার বেলা ১১টায় পাঠ্যপুস্তক ভবন ঘেরাওয়ের ঘোষণা দেয় 'সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতা' নামে আদিবাসী শিক্ষার্থীদের একটি সংগঠন। পরে 'স্টুডেন্টস ফর সভারেন্টি'ও একইসময়ে পাঠ্যপুস্তক ভবন ঘেরাও করার ঘোষণা দেয়।
ঘোষণা অনুযায়ী আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে শিক্ষার্থীরা বুধবার পাঠ্যপুস্তক ভবনের সামনে উপস্থিত হলে সেখানে আগে থেকে অবস্থান নিয়ে থাকা স্টুডেন্টস ফর সভারেন্টির সদস্যরা তাদের ওপর চড়াও হয় এবং বেধড়ক লাঠিপেটা করে।