আন্দোলনের ডাক দিয়ে সরে যাওয়া ব্যক্তিরাই করছে আঁতাতের রাজনীতি: হাসনাত আব্দুল্লাহ
যারা আগে আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেতো, তারাই এখন আঁতাতের রাজনীতি, ভারতনির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে বলেন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
আজ বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন হাসনাত। তিনিও তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলের পোস্টে এ মন্তব্য করেন। তার পোস্টটি নিচে তুলে ধরা হলো।
যারা আগে আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেতো, তারাই এখন আঁতাতের রাজনীতি, ভারতনির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী পুনর্বাসন চাচ্ছে।
দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় কার সাথে কে ব্যবসা করেছে,আর গ্রেফতারের পর কে কার জন্য তদবির করেছে এই খবর আমাদের কাছে আছে।