নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আজ রোববার (২৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বাঁশগাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আলম মিয়া (২০) ও আলী আহমদ (২৪)।
এ ঘটনায় গুলিবিদ্ধ হওয়াসহ আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের মধ্যে বিরোধ চলছে। জাকির গ্রুপের দাপটে আশরাফুল গ্রুপের লোকজন দীর্ঘদিন ধরে এলাকায় ঢুকতে পারেনি।
রোববার সকালে আশরাফুল গ্রুপের লোকজন এলাকায় প্রবেশ করলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আলম মিয়া ও আলী আহমদ মারা যান। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। তবে নিহত দুইজনের মধ্যে কে কোন পক্ষের সমর্থক- সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।"