নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ২, আহত ১০
নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ইউপি সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার মেথিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন– রায়পুরার চান্দেরকান্দি এলাকার মানিক মিয়া (৫৫) ও কল্পনা বেগম (৩২)।
নিহত মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য এবং কল্পনা বেগম সাবেক ইউপি সদস্য।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেথিকান্দা এলাকার যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিলো। এর জেরে, আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে দুইজন নিহত হন। নিহতরা যুবলীগ নেতা রুবেলের অনুসারী বলে জানা গেছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কীভাবে ঘটনার সূত্রপাত হয়েছে, তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।