বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে মতিঝিলে বিনিয়োগকারীদের প্রতিবাদ সমাবেশ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/03/bsec_protest.jpg)
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের নিয়ে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ) প্রতিবাদ সমাবেশ শুরু করেছে।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মতিঝিলে ডিএসইর পুরাতন ভবনের সামনে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশে অংশগ্রহণ করবেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, অর্থ ও পুঁজিবাজার বিশ্লেষক মো. ফজলুল বারী এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সম্পাদক মো. দিদারুল আলম ভূঁইয়া।
প্রতিবাদ সমাবেশকারীরা পুঁজি রক্ষার্থে এবং আগামীর বাংলাদেশে স্বচ্ছ ও একটি সুন্দর পুঁজিবাজার গঠনে মাকসুদের পদত্যাগ দাবি করেন।
তারা বাজারের ধস রোধে জরুরি সংস্কারের একটি তালিকা তুলে ধরেন। যার মধ্যে রয়েছে- বাজার স্থিতিশীল রাখতে বিএসইসি ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যানদের অবিলম্বে অপসারণ, তাদের স্থলে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া, ক্যাপিটাল গেইন ট্যাক্স সম্পূর্ণ প্রত্যাহার, নিয়ন্ত্রণের মাত্রাতিরিক্ত হস্তক্ষেপ বন্ধ করা, তালিকাভুক্ত কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানোর প্রক্রিয়া সংস্কার করা। কোম্পানিগুলো তাদের মুনাফার ন্যূনতম ৫০ শতাংশ লভ্যাংশ বণ্টন নিশ্চিত করা, গণমাধ্যমের মাধ্যমে বিনিয়োগকারী ও স্টেকহোল্ডারদের কাছে টাস্কফোর্স সংস্কারের বিষয়টি দ্রুত জানানো, কোম্পানিগুলোর জন্য ন্যূনতম ৩০ শতাংশ শেয়ারহোল্ডিংয়ের বাধ্যবাধকতা কার্যকর করা, টানা দুই বছর লভ্যাংশ দিতে ব্যর্থ কোনো তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা, শেয়ারবাজারে ফোর্স সেল বন্ধ রাখা।
পুঁজিবাজার পরিচালনায় রাশেদ মাকসুদের অযোগ্যতার অভিযোগ এনে বিনিয়োগকারীরা দাবি করেছেন, তার শেয়ারবাজার নিয়ে কোনো জ্ঞান নেই। তার পক্ষে শেয়ারবাজার পরিচালনা করা সম্ভব নয়। তাই শেয়ারবাজারের স্বার্থে তার দ্রুত পদত্যাগ দাবি করা হয়েছে।