চট্টগ্রামে পাহাড় থেকে পড়ে আহত সেই বন্যহাতির মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জঙ্গল চাম্বল এলাকায় সোমবার (৩ জানুয়ারি) উঁচু পাহাড় থেকে পড়ে আহত একটি বন্যহাতির মৃত্যু হয়েছে।
বন কর্মকর্তাদের তথ্যমতে, নিহত হাতিটি একটি ২৫ বছর বয়সী মাদি হাতি ছিল।
জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ অফিসার আনিসুজ্জামান শেখ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকেল ৩টার দিকে জঙ্গল চাম্বোলের একটি উঁচু পাহাড় থেকে হাতিটি পড়ে যায়।
তিনি বলেন, 'তথ্য পাওয়ার পর, আমরা ওই দিন বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে সংকটাপন্ন অবস্থায় পেয়ে তার চিকিৎসা শুরু করি। বন বিভাগের পশুচিকিৎসক ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন রবিবার ঘটনাস্থলে এসে চিকিৎসা দেন। আমরা হাতিটিকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু আজ সকাল ১১টার দিকে সেটি তার আঘাতের কারণে মারা যায়।'
তিনি আরও বলেন, 'মৃত হাতিটিকে ময়নাতদন্তের পর বনেই সমাধি দেওয়া হবে।'