মোহাম্মদপুরে নিখোঁজ সেই কিশোরী নওগাঁ থেকে উদ্ধার, তাকে অপহরণ করা হয়নি: পুলিশ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/04/475405742_1147878477060218_7981566899230967421_n.jpg)
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া ১১ বছর বয়সি কিশোরী আরাবি ইসলাম সুবার খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, নিখোঁজ সুবাকে নওগাঁয় খুঁজে পাওয়া গেছে। তবে সে এখনো পরিবারের কাছে পৌঁছায়নি।
তিনি বলেন, এটি অপহরণের ঘটনা নয়। মেয়েটি স্বেচ্ছায় ওই ছেলের সঙ্গে গিয়েছিল। ছেলেটির সঙ্গে মেয়েটির সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে আজ বিকেল ৪টায় মেয়েটির বাবা ইমরান রাজিবের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
গতকাল সোমবার আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাকারিয়া মেয়েটির পরিবারের বরাত দিয়ে জানিয়েছিলেন, মেয়েটি সম্ভবত স্বেচ্ছায় ওই ছেলের সঙ্গে গিয়েছে।
তিনি বলেন, ছেলেটির সঙ্গে মেয়েটির সম্পর্ক রয়েছে। সিসিটিভি ফুটেজে মেয়েটিকে ওই ছেলের হাত ধরে হাঁটতে দেখা গেছে।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2025/02/04/mohammadpur_girl_missing_cctv_-_collected_0.jpg)
'তার [মেয়েটির] পরিবার ইতোমধ্যেই তার সঙ্গে কথা বলেছে। সে বেশ সুস্থ আছে,' তিনি বলেন।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এটি কোনো অপহরণের ঘটনা নয়। 'সে নিজের ইচ্ছায় ১৯ বছর বয়সি এক ছেলের সঙ্গে গিয়েছিল।'
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2025/02/04/missing-child.jpg)
তিনি বলেন, সুবার পরিবার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ছেলেটির মোবাইল নম্বর দিয়েছিলেন। সেই নম্বরের সূত্র ধরে তাদের উদ্ধারে অভিযান চালানো হয়। পরে র্যাব জানায় যে তারা সুবার অবস্থান খুঁজে পেয়েছে এবং ছেলেটির সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে।
মায়ের ক্যানসারের চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে ঢাকায় আসা সুবা গত রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষি মার্কেটের কাছে মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ হয়। সে বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যেই সুবার ছবি ও তার নিখোঁজ হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।