হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ৩ দিনের রিমান্ডে
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/11/20/law_minister_anisul_huq.jpeg)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আশিক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৩ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহাম্মদ মোহসীন এ আদেশ দেন। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা আনিসুল হকের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান জানান, আশিক হত্যা মামলায় আনিসুল হক এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর আজ তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবুল কালাম আজাদ জাকির বলেন, 'গত ৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত হন কুমিল্লার বাঞ্ছারামপুরের আশিক মিয়া (২০)। পরে ৫ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ২২ আগস্ট আশিকের মা কুলসুম বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় আনিসুল হককে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।'
এর আগে সকাল ৯টায় আনিসুল হককে আদালতে আনা হলে উত্তেজিত জনতা তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালত থেকে বের করে নেওয়া হয়।