রাজধানীতে ‘ব্লেড বাবু’ হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার
রাজধানীর পল্লবী এলাকায় মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকাণ্ডের ঘটনায় মামলার আরেক আসামি রাব্বি ওরফে 'কুত্তা রাব্বি'কে (১৮) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২০ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশের নতুন রাস্তায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে মারধর ও ছুরিকাঘাতে গুরুতর আহন হন মঞ্জুরুল ইসলাম বাবু। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে ২১ জানুয়ারি পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আাগে মামলার অন্যতম আসামি তুফান ও মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।