নারীবান্ধব কর্মপরিবেশ সৃষ্টির লক্ষ্যে সব মন্ত্রণালয়ে ‘নারী মর্যাদা রক্ষা অফিসার’ নিয়োগের সুপারিশ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/05/image-176493-1738663246_0_0.jpg)
নারীবান্ধব কর্মপরিবেশ সৃষ্টির লক্ষ্যে দেশের সব মন্ত্রণালয়ে 'নারী মর্যাদা রক্ষা অফিসার' নিয়োগের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংক্রান্ত সুপারিশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী।
কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি মন্ত্রণালয়/বিভাগে একজন করে মহিলা অফিসারকে সুনির্দিষ্ট দায়িত্ব দিয়ে তাকে তার নিজ মন্ত্রণালয়/বিভাগ এবং অধীনস্ত অধিদপ্তর ও মাঠ পর্যায়ের অফিসসমূহে কর্মজীবী নারীবান্ধব পরিবেশ সৃষ্টির কাজ করার নির্দেশনা দেওয়ার জন্য সুপারিশ করা হলো।
আরও বলা হয়েছে, তিনি কোনো ধরনের লিঙ্গ-বৈষম্যসংক্রান্ত কোনো অভিযোগ পেলে তা মন্ত্রণালয়ের সচিব ও মহিলা অধিদপ্তরকে লিখিতভাবে অবিহিত করবেন।